Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রণবের সাথে দালাই লামার সাক্ষাতে ক্ষুব্ধ চীন

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তিব্বতি ধর্মগুরু দালাই লামা ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। এই সাক্ষাতের পরেই চীনের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে, ভারতকে তাদের মূল স্বার্থকে সম্মান করা উচিত যাতে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো বাধা না আসে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ অবশ্য চীনের আপত্তিকে নাকচ করে দিয়ে বলেছেন, দালাই লামা একজন শ্রদ্ধেয়, সম্মানীয় ধর্মীয় নেতা। উনি শিশুকল্যাণে উৎসর্গ করা একটি অরাজনৈতিক অনুষ্ঠানে এসেছিলেন। একইদিন চীনা পররাষ্ট্র মুখপাত্র গেং শুয়াং বলেন, সম্প্রতি চীনের আনুষ্ঠানিক কঠোর বিরোধিতা সত্ত্বেও ভারত তাদের প্রেসিডেন্ট ভবনে চতুর্দশ দালাই লামার দর্শনের ব্যবস্থা করতে তৎপর হয়ে ওঠে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেয়াসহ ভারতের প্রেসিডেন্টের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। চীন এতে অত্যন্ত অসন্তুষ্ট এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। গেং শুয়াং আরো বলেন, দালাই লামা রাজনৈতিক নির্বাসনে রয়েছেন এবং দীর্ঘসময় ধরে তিনি চীনবিরোধী তৎপরতায় শামিল রয়েছেন। তিনি ধর্মের নামে তিব্বতকে চীন থেকে আলাদা করার চেষ্টা করছেন। তার সঙ্গে অন্য দেশের কর্তৃপক্ষের সম্পর্কের কঠোর বিরোধিতা করছে চীন। চীনা মুখপাত্র আরো বলেন, আমরা ভারতীয় পক্ষকে বলতে চাই দালাই লামাকে চীনবিরোধী বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখতে, চীনের মূল স্বার্থ এবং উদ্বেগকে সম্মান জানাতে এবং ভারত ও চীনের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিষয়কে দূর করতে ভারত সঠিক পদক্ষেপ গ্রহণ করুক। এর আগে অরুণাচল প্রদেশে তিব্বতি ধর্মগুরুকে আমন্ত্রণের ফলে সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে বলে বেজিং বিদেশ মুখপাত্র লু কাং হুঁশিয়ারি দিয়েছিলেন। সেইবারও ভারত চীনের আপত্তিকে নাকচ করে দিয়েছিলেন। জিনিউজ, ইয়াহু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ