গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় দু’দিনব্যাপী ৩০ সালা ইসলামী সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। দুইদিনব্যাপী এই সম্মেলনে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, নায়েবে মুহতামিম মাওলানা রাশেদ আজমী, বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, জামিয়া ইকরার মহাপরিচালক আল্লামা ফরীদ উদ্দিন মাসউদসহ দেশের শীর্ষ আলেমরা বক্তব্য রাখবেন।
সম্মেলনের সভাপতি মসজিদ-ই-নুর ও শেখ জনুরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লী ইমাদুদ্দীন নোমান ইসলামী সম্মেলন সফল করার অনুরোধ জানিয়েছেন। করেছেন। মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, গত ৩০ বছরে মাদরাসা থেকে যারা সফলভাবে উর্ত্তীণ হয়েছেন তাদের সবাইকে সম্মাননা পাগড়ী ও সনদ প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।