মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের বার্মিংহামে এইচএম কারাগারে দাঙ্গা সংঘটিত হয়েছে। গত ২৬ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কারা-দাঙ্গার ঘটনা এটি। কর্তৃপক্ষ জানিয়েছে, বার্মিংহামের এইচএম কারাগারে প্রায় ১২ ঘণ্টা দাঙ্গা চলে। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারের চারটি পথই নিয়ন্ত্রণে রেখেছে দাঙ্গা পুলিশ। কারাগারের প্রায় ৬০০ বন্দির মধ্যে এ দাঙ্গা শুরু হয়। বিচারসচিব লিজ ট্রাস জানিয়েছেন, কারাগারে দাঙ্গা বরদাশত করা হবে না। এদিকে, আহত এক বন্দিকে হাসপাতালে নেয়া হয়েছে। তার চোয়াল ভেঙে গেছে এবং ভ্রুতে আঘাত পেয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার সকাল থেকে বি ক্যাটাগরির বার্মিংহামের এই কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গা দমনের পর এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ চলছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।