মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উন্নত জীবনের আশায় আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমাতে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজের হালে বসেই ১১ দিন কাটিয়েছেন নাইজেরিয়ার তিন ব্যক্তি। সিএনএন জানিয়েছে, সাগরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছালে স্প্যানিশ কোস্টগার্ড তাদের উদ্ধার করে। পরে তাদের বন্দরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সোমবার স্প্যানিশ কোস্টগার্ডের এক ছবিতে দেখা যায়, তেল ও রাসায়নিকের ট্যাঙ্কার অ্যালথিনি-২ পেছনে হালের উপরে বসে রয়েছেন তিনজন। জাহাজের অবকাঠামোর নিচে থাকা ওই হালের উপরিভাগ পানি থেকে মাত্র দুই-তিন ফুট উঁচু। আর সেখানেই ওই তিন অভিবাসন প্রত্যাশী বসেছিলেন। জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’ বলছে, নাইজেরিয়ার লাগোস থেকে যাত্রা শুরু করে ১১ দিন পর গ্র্যান ক্যানারিয়ার লাস পালমাসে পৌঁছায় অ্যালথিনি-২। স্পেনের মালিকানাধীন ক্যানারি দ্বীপপুঞ্জ আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের জন্য জনপ্রিয় প্রবেশদ্বার। স্প্যানিশ পরিসংখ্যান বলছে, সাগরপথে ওই দ্বীপপুঞ্জ অভিমুখে অভিবাসন প্রত্যাশীদের যাত্রা এ বছরের প্রথম পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে। রেডক্রসের হিসাবে, গত বছর পশ্চিমা আফ্রিকা উপকূল থেকে ক্যানারি দ্বীপপূঞ্জের পথ পাড়ি দিয়েছেন ২০ হাজার অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে অন্তত ১ হাজার ১০০ জন সাগরেই মারা গেছেন। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।