মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চাইছে, নারী-পুরুষ লিঙ্গ নির্দেশক সম্বোধনে শি ও হি শব্দের পরিবর্তে তাদের শিক্ষার্থীরা সবার ক্ষেত্রে জি ব্যবহার করুক। তৃতীয় লিঙ্গের মানুষদের বেলায় শি, হি নাকি অন্য শব্দ ব্যবহার করা হবে তা নিয়ে বিব্রতকর অবস্থার সৃষ্টি হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব শিক্ষার্থীকে নির্দেশনা দিয়েছে, তারা যেন জি ব্যবহার করে সম্বোধন করেন। জি-এর ইংরেজি বানান করা হয়েছে, জেডই। খবরে বলা হয়েছে, বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় এই শিক্ষাপ্রতিষ্ঠান একটি ছাত্র পরিষদের লিফলেটে এ-সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে। অঘটনের হাত থেকে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের রক্ষা করতে এ উদ্যোগ নিয়েছে তারা। ব্যক্তির নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে। শি ও হি-এর বদলে বাংলায় সে ও তিনি ব্যবহার করা হয়। এই সে ও তিনি হলো সর্বনাম। সানডে টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।