মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গাজার ফিলিস্তিনি গ্রুপ হামাসের মনুষ্যবিহীন বিমান ড্রোন বিভাগের প্রধান মোহাম্মদ আল-জাওয়ারি নিহত হয়েছেন। তিউনিসে তাকে গুলি করে হত্যা করা হয়। হামাস এই হত্যাকা-ের জন্য ইসরাইলকে দায়ী করেছে। তিনি কয়েক দিন আগে তিউনিস গিয়েছিলেন। হামাস এই হত্যাকা-ের প্রতিশোধ নেবে বলে ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার এ হত্যাকা- ঘটে বলে জানানো হয়েছে। ৪৯ বছর বয়স্ক জাওয়ারিকে তার গাড়িতে গুলি করে হত্যা করা হয়। হামলায় চারটি ভাড়া করা গাড়ি ব্যবহার করা হয়। এভিয়েশন ইঞ্জিনিয়ার জাওয়ারি ১০ বছর ধরে হামাসের সামরিক শাখার সাথে জড়িত ছিলেন। তার ড্রোন বাহিনী ইসরাইলের জন্য বেশ ভয়ের কারণ হয়ে ওঠেছিল। হামাস জাওয়ারি হত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ায় কমান্ডার মোহাম্মদ আল-জাওয়ারির হত্যাকা- আরব ও মুসলিম বিশ্বকে আবারো স্মরণ করিয়ে দেয় যে, জায়নবাদী শত্রু এবং তাদের অনুচররা পাশেই মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। আর তাদের নোংরা খেলা খেলে যাচ্ছে। হামাসের সশস্ত্র উইং আল-কাসাম ব্রিগেড তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে জাওয়ারিকে কমান্ডার উল্লেখ করে একটি পোস্টারও পোস্ট করেছে। এপি, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।