Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিকে পোলিশ ডিফেন্ডারের হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


কাতার বিশ্বকাপে ইতোমধ্যে শেষ ষোল ফ্রান্স, ব্রাজিল ও পর্তুগাল। তবে এখনো ভাগ্য ঝুলে আছে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার। মূলত পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফলাফলের উপরই তাদের নক আউট পর্বে যাওয়া না যাওয়া নির্ভর করছে। হারলেই বাদ। জিতলে শেষ ষোল’র টিকিট কাটবেন লিওনেল মেসিরা। আর ড্র করলে নানা হিসাবের মারপ্যাঁচ। এই পরিস্থিতিতে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহায় রবার্ট লেভান্দোভস্কির পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
‘সি’ গ্রুপের শেষ ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ পোলিশদের জন্য তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর্জেন্টাইনদের জন্য। বলা হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাই আসরটাকে শিরোপা জয়ের মাধ্যমে রাঙাতে চাইছেন ডি মারিয়ারা। তবে পোল্যান্ড ম্যাচের আগে পোলিশ ডিফেন্ডার মেতুজ ভিতেজকা পরিস্কার হুমকি দিয়ে রাখলেন মেসিকে। তিনি গতকাল বলেন, ‘ওর খেলার ধরণ আমরা জানি। আমরাও ঠিকঠাক প্রস্তুতি নিয়েই নামবো। আবারও বলছি, এই ম্যাচে আমাদের কাজই হবে মেসির পায়ে এক সেকেন্ডও বল রাখতে না দেওয়া। সেটাই আমরা মন দিয়ে করবো।’
পোল্যান্ড জানে মেসিকে আটকাতে না পারলে কি হবে? সেটা আরও ভালো করেন জানেন মেতুজও। ফরাসি লিগে মেসির পিএসজির বিপক্ষে কিছুদিন আগে ৫-০ ব্যবধানে হেরেছে তার দল। মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মনে করে মেতুজ বলেন, ‘সবসময় মেসির কাছাকাছি থাকতে হবে। ওকে কোনো জায়গা দেওয়া যাবে না। ওকে আটকাতে হলে প্রতি মিনিটে ওর ওপর নজর রাখতে হবে। আমরা সেটা ভালো মতো জানি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ