মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের মানা লোয়ায় প্রায় ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো উদ্গীরণ হয়েছে। রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগ্নেয়গিরিটির শীর্ষে উজ্জ্বল, উত্তপ্ত লাভা উদ্গীরিত হতে থাকলে হাওয়াইয়ের রাতের আকাশ লাল আভায় ছেয়ে যায়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মানা লোয়ার অবস্থান হাওয়াইয়ের ভলকানোস ন্যাশনাল পার্কের ভেতরে। সমুদ্র সমতল থেকে ১৩ হাজার ৬৭৯ ফুট (৪১৬৯ মিটার) উচ্চতার এই আগ্নেয়গিরিটি যুক্তরাষ্ট্রের হওয়াই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় দ্বীপটির প্রায় অর্ধেকজুড়ে (৫১৭৯ বর্গ কিলোমিটার) ছড়িয়ে আছে। এর আগে ১৯৮৪ সালের মার্চ ও এপ্রিলে শেষবার এখানে উদ্গীরণ হয়েছিল। তখন দ্বীপটির সবচেয়ে বড় শহর হিলোর পাঁচ মাইলের মধ্যে লাভার প্রবাহ পৌঁছে গিয়েছিল। চার দশক পর গত কয়েকদিন ধরেই এ এলাকায় ছোট ছোট ভূমিকম্প হচ্ছিল। এরপর উদ্গীরণ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়। রোববার সারাদিন ধরে এক ডজনের বেশি ভূমিকম্প হওয়ার পর রতে উদ্গীরণ শুরু হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।