মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাত দিনের সপ্তাহে মাত্র একদিন ছুটি মেলে। কোথাও কোথাও ছুটি থাকে দুইদিন। কিন্তু অফিস সময় শেষ হয়ে সেই সাপ্তাহিক ছুটি যেন আসতে চায় না। মনে হয় কত দীর্ঘ সময়! তবে যুক্তরাজ্যের ১০০টি কোম্পানির কর্মীদের এই সাপ্তাহিক ছুটির অপেক্ষা কমছে। ওইসব কোম্পানি ঘোষণা দিয়েছে- তাদের কর্মীরা এখন থেকে চারদিন পরপর সাপ্তাহিক ছুটি পাবেন। এতে করে সপ্তাহে একদিন বাড়তি ছুটি পাবেন তারা। কিন্তু তাও কোনো অর্থ কেটে রাখা হবে না। যে ১০০টি কোম্পানি চারদিন পর পর সাপ্তাহিক ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে সেগুলোতে কাজ করেন প্রায় ২ হাজার ৬০০ জন কর্মী। এসব কোম্পানিতে এ নিয়ে আগে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এরপর ঘোষণা দেওয়া হয়েছে এখন থেকে স্থায়ীভাবে সব কর্মী চারদিন পরপর ছুটি পাবেন। মানে এ কোম্পানিগুলোর কর্মীরা সপ্তাহে চারদিন কাজ করবেন। আর তিনদিন ছুটি কাটাবেন। চারদিন পর সাপ্তাহিক ছুটি দেওয়ার বিষয়টিকে যারা সমর্থন করেন তারা সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, সপ্তাহে ছয়দিন বা পাঁচদিন পরপর ছুটি দেওয়ার বিষয়টি আধুনিক অর্থনীতিতে একটি বাজে ব্যবস্থা। তারা জানিয়েছেন, চারদিন পরপর যেসব কোম্পানিতে ছুটি দেওয়া হয় সেসব কোম্পানির উৎপাদন বেড়ে যায় এবং কর্মীরা এই কম সময়ের মধ্যেই নিজেদের কাজ সম্পন্ন করতে পারেন। যেসব কোম্পানি ‘চারদিন পর ছুটির ফর্মুলা’ গ্রহণ করেছে তারা দেখেছে সেসব কোম্পানিতে কর্মীদের যোগ দেওয়া এবং বেশিদিন থাকার আগ্রহ তৈরি হয়। যে ১০০টি কোম্পানি এ ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে অ্যাটম ব্যাংক এবং বৈশ্বিক মার্কেটিং কোম্পানি আউইন। তাদের যুক্তরাজ্য শাখায় প্রায় ৯০০ কর্মী রয়েছে। দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।