Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈকতে মিলল ধর্ষিত তরুণীর লাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে সমুদ্রসৈকত থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। হোটেল থেকে অপহরণের শিকার ১৮ বছর বয়সী তরুণীর দেহ উদ্ধারের সময় তার পরনে শুধু অন্তর্বাস ছিল। লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, লাশ উদ্ধারের সময় মুখ কালচে বর্ণের ছিল। সেই সঙ্গে তার আঙুল ক্ষতবিক্ষত ছিল। তরুণীর পরিবারের লোকজনের অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি, সমুদ্রে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে ওই তরুণীর। গত ২৬ নভেম্বর পুরীর পেন্থাকাটা এলাকায় একটি সমুদ্রসৈকত থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। এর আগে ২৩ নভেম্বর থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, হোটেলের বাইরে জামাকাপড় শুকাতে দেওয়া ছিল। তা নিয়ে আসার জন্য গত ২৩ তারিখ হোটেলের বাইরে গিয়েছিলেন ওই তরুণী। তার পর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। তরুণীর বাবার অভিযোগ, তার মেয়ের মুখে এসিড ঢালা হয়েছে, যাতে তাকে চিহ্নিত করতে না পারা যায়। কানের দুল, সোনার নাকচাবি দেখে তরুণীর দেহ চিহ্নিত করেন তার বাবা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ