বেলজিয়াম ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি।ফিফা র্যাংকিং-এ দুই নাম্বার দল। দলের বর্তমান খেলোয়াড়রা বেলজিয়াম ফুটবলের 'গোল্ডেন জেনারেশন' নামে খ্যাত।তবে কঠোর পরিশ্রম,দৃঢ় আত্মবিশ্বাস,আর পরিকল্পনার সুষ্ঠ বাস্তবায়ন করতে পারলে যে সেই বেলজিয়ামকেও হারানো সম্ভব সেটি দেখিয়ে দিয়েছে মরক্কো।রক্ষণ-আক্রমণের দারুণ মুন্সিয়ানায় আরব দেশটি ২-০ গোলে হারিয়েছে ড্রি-ব্রুইনা-হ্যাজার্ডদের।
ঐতিহাসিক এই জয়ের পর তাদের উদযাপনও ছিল দেখার মত।লক্ষ্য অর্জনের পর দলের সমস্ত খেলোয়াড় একত্রে সেজদায় পড়ে স্রষ্ঠার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তাদের এই সেজাদাহরত ছবি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি দেখে নেটিজেনরা নিজেদের মুগ্ধতার প্রকাশ করেছেন নানাভাবে,প্রশংসায় ভাসিয়েছেন মরোক্কোর খেলোয়াড়দের।
একজন টুইটার ব্যবহারকারী লেখেন, জয় উদযাপনে সেজাদাহের চেয়ে অসাধারণ আর কিছুই হতে পারে না। এটি এই পর্যন্ত কাতার বিশ্বকাপের সবচেয়ে সুন্দরতম ছবি।