Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় ব্রাজিল-সুইজারল্যান্ড লড়াই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১১:০৫ পিএম
নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের সাথে প্রথামার্ধ গোলহীন থেকে শেষ করেছে ব্রাজিল।আক্রমণে পজিশনে এগিয়ে থাকলেও বিরতির আগে জালের দেখা পায়নি রিচার্লিসন-রাফিনিয়ারা।
 
স্টেডিয়াম ৯৭৪ এ 'জি' গ্রুপের লড়াইটি এদিন তিতের দল। ইনজুরিতে বাদ পড়া নেইমারের জায়গায় মূল একাদশে জায়াগা পেয়েছিলেন ফ্রেড।তবে নেইমারের শুন্যতা প্রথমার্ধে পূরণ করতে পারেননি তিনি।আক্রমণভাগেও এই তারকা ফরোয়ার্ডের অনুপস্থিতি টের পেয়েছে সেলেসাওরা।সুইডিশ গোলপোস্টে তাদের প্রথম উল্লেখযোগ্য আক্রমণটি আসে ম্যাচের ২৮ তম মিনিটে। ডান-প্রান্ত থেকে বক্সে রাফিনিয়ার বাড়ানোর নিখুত ক্রসে ডি বক্সে আনমার্কড অবস্থায় থাকা ভিনিসিয়াস জুনিয়র প্রথম শট নেন।তবে দারুণ দক্ষতায় সেটি ঠেকান সুইডিশ গোলরক্ষক ইয়েন সমার। দুই মিনিট পর রাফিনিয়ার নেওয়া দূরপাল্লার শটও পরাস্ত করতে পারেনি সমারকে।
 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ