মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী ভাইরাস রোগ ইবোলায় আক্রান্ত হয়ে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। ইবোলার বিস্তার রোধ করার জন্য দেশটির সরকার মুবেন্দে ও কাসান্দা জেলায় ২১ দিনের কোয়ারেন্টাইন জারি করেছে। এই রোগের কেন্দ্র হিসেবে পরিচিত জেলাগুলো। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি স্বাক্ষরিত এক সরকারি নোটিশের বরাত দিয়ে এ তথ্য জানায় ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়, করোনার মতো ইবোলাও একটি মারণ রোগ। কোভিডের মতো এই রোগটি বাদুড়, বানর বা শুকরের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রামিত হয়। যাইহোক, এটি একটি শ্বাসযন্ত্রের রোগ নয় বা এটি শ্বাসের মাধ্যমে ছড়ায় না। ইবোলার পুরো নাম ইবোলা হেমোরাজিক ফেভার (ইএইচভি)। এই রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম ইবোলা ভাইরাস। এই রোগটি ছড়ায় মূলত আক্রান্ত প্রাণী ও মানুষের দেহ থেকে নিঃসৃত তরলজাতীয় পদার্থ, অর্থাৎ রক্ত, লালা, বীর্য, ঘাম, মূত্র প্রভৃতির সংস্পর্শে এলে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত পশুর মাংস কাঁচা বা আধা সিদ্ধ করে খেলেও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। মানুষ ও বানরজাতীয় প্রাণী ও শুকর সাধারণত এই রোগে আক্রান্ত হয়। ইবোলা রোগীদের মৃত্যুর হার বেশি প্রায় ৮৩ শতাংশ থেকে ৯০ শতাংশ। ফলাহারী বাদুড় এই রোগের প্রধান বাহক। বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে, বাদুড় এই রোগে আক্রান্ত হয় না, তবে ভাইরাসটি মূলত বাদুড় দ্বারা ছড়ায়। আফ্রিকার যেসব অঞ্চলে বাদুড়ের মাংস খাওয়ার প্রচলন আছে, সেসব দেশে এই রোগটি ছড়ানোর হার অনেক বেশি। মধ্য ও পশ্চিম আফ্রিকার বাইরে অন্য কোনো দেশে এই রোগের প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়নি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।