মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্ব কঙ্গোতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও বুরুন্ডির সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে ৪০ জন বুরুন্ডিয়ান বিদ্রোহী নিহত হয়েছেন। রোববার কঙ্গো সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় ডয়চে ভেলে। লেফটেন্যান্ট মার্ক আলোঙ্গ কিওন্ডওয়া এক বিবৃতিতে জানান, দুই দেশের সেনাবাহিনী ন্যাশনাল লিবারেশন ফোর্সেস (এফএনএল) এর বুরুন্ডিয়ান বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। সেখানে বিদ্রোহী পক্ষের মানুষ ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। এই যৌথ অভিযানে ৪০ জন হামলাকারী প্রাণ হারায়। দুই দেশের সেনাবাহিনী এফএনএলের স্বঘোষিত জেনারেল অ্যালোয়স এনজাবাম্পেমার কমান্ড পোস্ট হিসেবে বিবেচিত নামোম্বি শহরের চারটি পাহাড়ের সবগুলো থেকে এফএনএলকে বিতাড়িত করেছে। দেশটির সেনাবাহিনী স্থানীয় জনগণকে নিয়মিত বাহিনীর সাথে সহযোগিতা করার এবং সশস্ত্র যুব দলে যোগদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।