Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবার কেনার টাকা নেই, তাই...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

ক্ষুধার জ্বালায় আড়াই বছরের মেয়ে অনবরত কান্না করছিল। পকেটে যা টাকা ছিল তা দিয়ে বিস্কুট, চকোলেট কিনে এনে দেন রাহুল। কিন্তু তাতে খিদে না মেটায় তারপরেও কাঁদছিল মেয়ে। শেষমেশ বুকের মধ্যে জোরে চেপে ধরে শ্বাসরোধ করে মেয়েকে হত্যা করেন। এরপর নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেন। পুলিশকে এসব বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েছিলেন রাহুল পারামার। এই ঘটনা ভারতের। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বেঙ্গালুরুর কোলার থানার পুলিশ মেয়েকে খুনের অভিযোগে রাহুলকে গ্রেপ্তার করেছে। ৪৫ বছর বয়সী রাহুল গুজরাটের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে থাকেন বেঙ্গালুরুতে। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। কিন্তু সেই কাজ চলে যায়। বিটকয়েনে বিনিয়োগও করেছিলেন। কিন্তু তাতেও বিপুল ক্ষতি হয়েছিল। এতে প্রচুর ধারদেনা করতে হয় তাকে। পুলিশ সূত্রে খবর, রাহুল আরও দাবি করেছেন, দেনার পরিমাণ এতটাই ছিল সোনার গয়নাও বিক্রি করতে হয়েছিল রাহুলকে। নিত্যদিন পাওনাদাররা বাড়িতে হানা দিতেন। ফলে সব মিলিয়ে দিশাহারা হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। রাহুলের কথায়, হ্রদের পানিতে ঝাঁপ দিয়েও যখন কিছু হয়নি, মেয়েকে ওখানে ফেলে রেখে রাস্তায় উঠি। এক ব্যক্তিকে বলি, আমাকে বাঙ্গেরপেট স্টেশনে ছেড়ে দিতে। ভেবেছিলাম ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। কিন্তু তাও সাহসে কুলায়নি। শেষে তামিলনাড়ুগামী ট্রেনে উঠে পড়ি। রাহুলের দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ। ১৫ নভেম্বর মেয়ে জিয়াকে স্কুলে দিতে যাওয়ার নাম করে তাকে নিয়ে গাড়িতে করে বাড়ি থেকে বেরোন রাহুল। কিন্তু সারাদিন কেটে যাওয়ার পরেও স্বামী-সন্তান না ফেরায় রাহুলের স্ত্রী ভব্য বাগালুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু তার পর দিনই বেঙ্গালুরু-কোলার হাইওয়ের ধারে একটি হ্রদে জিয়ার দেহ উদ্ধার হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ