মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কর্নাটক রাজ্যে একটি মহাসড়কের পাশে বানানো একটি বাসস্টপ দেখতে ‘মসজিদের মত লাগছে’ অভিযোগ তুলে সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক এমপি। তার হুমকিতে রাতারাতি পাল্টে ফেলা হয় বাসস্টপের চেহারা। এনডিটিভি জানায়, বাসস্টপের ছাদে আগে তিনটি গম্বুজ ছিল। পুরাতন নকশায় একটি বড় গম্বুজের দুই পাশে দুইটি ছোট গম্বুজ ছিল। সংস্কারের পর এখন শুধু মাঝের গম্বুজটি আছে। দুই পাশের দুই ছোট গম্বুজ সরিয়ে ফেলা হয়েছে। গম্বুজের সোনালী রঙ পাল্টে এখন মেরুন রঙ করা হয়েছে। কেরালা রাজ্যের সীমান্তবর্তী কর্নাটকের মহীশূর শহরের কাছের একটি মহাসড়কে অবস্থিত ওই বাসস্টপটি বানিয়েছেন স্থানীয় বিধান সভার সদস্য (এমএলএ) বিজেপি নেতা রাম দাস। রাম দাসের দাবি, মহীশূরের একটি প্রাসাদের অবয়বের আদলে তিনি এটি তৈরি করেছিলেন। কিন্তু বিজেপি নেতা প্রতাপ সিমহার সেটি পছন্দ হয়নি। খবরে বলা হয়, প্রতাপ ওই বাসস্টপটি ভেঙে ফেলার জন্য ‘কয়েকদিন’ সময় বেঁধে দেন। এবং হুমকি দিয়ে বলেন, যদি সেটি ভেঙে ফেলা না হয় তবে তিনি নিজে বুলডোজার দিয়ে সেটি ‘গুঁড়িয়ে দেবেন’। এক টুইটে প্রতাপ বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বাসস্টপটির ছবি দেখেছি। সেটির তিনটি গম্বুজ আছে। বড়টি মাঝে ও বাকি দুটো দুই পাশে। এটা একটি মসজিদ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।