Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীর তেলবহির্ভূত রফতানি বেড়েছে ১৩ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

সউদী আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি ঊর্ধ্বমুখী হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশটির রফতানি ১৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৭ হাজার ৮৪০ কোটি সউদী রিয়ালে (২ হাজার ৮৬ কোটি ডলার) দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ৬ হাজার ৯৪০ কোটি সউদী রিয়াল। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। তবে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে সউদী আরবের এ রফতানি ৯ দশমিক ৬ শতাংশ অর্থাৎ ৮৪০ কোটি রিয়াল কম ছিল। তৃতীয় প্রান্তিকে সামগ্রিক পণ্য রফতানি ৪৬ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৯ হাজার ৯৭০ কোটি রিয়ালে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে যা ২৭ হাজার ৩৬০ কোটি রিয়াল বেশি। জিএএসটিএটি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে রফতানি হওয়া তেলবহির্ভূত শিল্পপণ্যের ৩৬ দশমিক ৮ শতাংশই ছিল কেমিক্যাল ও সহযোগী শিল্প খাতের। এ সময়ে দেশটির পণ্য আমদানি বেড়ে ১৮ হাজার ১১০ কোটি রিয়ালে দাঁড়িয়েছে। নথিপত্রে দেখা গিয়েছে, এ পণ্য আমদানি বছরওয়ারি ২৫ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। আগের প্রান্তিকের চেয়ে যা ৪ দশমিক ৮ শতাংশ বেশি। কেমিক্যাল ও সহযোগী শিল্প খাতের পণ্যগুলো কেন্দ্রীয়ভাবে জ্বালানি তেলবহির্ভূত শিল্পপণ্য হিসেবে গণ্য হয়। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসব পণ্যের আমদানির পরিমাণ ছিল ৭৫০ কোটি রিয়াল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১ শতাংশ বেশি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ