Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমের মেয়ে, ঘনীভূত হচ্ছে উত্তরসূরি বিতর্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

আবার জনসম্মুখে আসলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে। এবার তাকে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীদের সাথে দেখা গেছে এবং তাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য বাবার ‘সবচেয়ে আদরের’ ও ‘মূল্যবান’ এমন কিছু সম্মানসূচক উপাধি ব্যবহার করা হয়েছে। বয়স মাত্র ১০ হলেও তার সাহসী ভঙ্গিমার ছবি প্রকাশে তাকে কী কিমের উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে কী না, সে বিতর্ক আরো ঘনীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি কিমের দ্বিতীয় সন্তান, যার বয়স ৯ অথবা ১০ এবং নাম জু আয়ে। গত সপ্তাহান্তে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে প্রথম বারের মতো তাকে বহির্বিশ্বের কাছে প্রকাশ করা হয়। ছবিতে শিশুটিকে তার বাবা-মা ও অন্যান্য কর্মকর্তাদের সাথে উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অভিযান পরিদর্শন করতে দেখা যায়। কিমের মেয়ে একটি সাদা কোট ও লাল জুতা পরে ছিল। সে তার বাবার হাত ধরে একটি ট্রাকের ওপর রাখা বিশাল আকারের ক্ষেপণাস্ত্রের পাশ দিয়ে হেঁটে যায় এবং একটি ক্ষেপণাস্ত্রের উড্ডয়নও দেখে।রোববার উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক কেন্দ্রীয় সংবাদ সংস্থা দ্বিতীয়বারের মতো তার কথা উল্লেখ করে। সেখানে বলা হয়, সে আর কিম বিজ্ঞানী, কর্মকর্তা ও হোয়াসং-১৭ আইসিবিএম-এর পরীক্ষামূলক নিক্ষেপের সাথে জড়িত ব্যক্তিদের সাথে গ্রুপ ছবি তোলে। কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অংকিত পান্ডা বলেন, ‘এটা নিসন্দেহে বিস্ময়কর। কিম জু আয়ে তার বাবার পাশাপাশি দাঁড়িয়ে থেকে টেকনিশিয়ান ও বিজ্ঞানীদের সাথে সাম্প্রতিকতম আইসিবিএম-এর উৎক্ষেপণ উদযাপন করার বিষয়টি এই ধারণাকে সমর্থন করছে যে, তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নির্বাচন করা হয়েছে।’ রোববার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত মন্তব্যে কিম, হোয়াসং-১৭কে ‘পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র’ হিসেবে আখ্যায়িত করেন এবং জানান, দেশটির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ‘পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৌশলগত বাহিনীর’ মালিক হওয়া। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ