মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টির বিদ্যুৎ লাইনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ আরোহীরা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।এ ঘটনায় সেখানকার অন্তত ৮৫ হাজার ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার বিকাল পৌনে ৬টার দিকে মন্টগোমারি কাউন্টি এয়ার পার্কের কাছে বিদ্যুৎ লাইনের ওপর এক ইঞ্জিনবিশিষ্ট মুনি এম২০জে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানের দুই আরোহী প্রায় ১০০ ফুট ওপরে বিদ্যুতের লাইনে ঝুলতে থাকেন। মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে, বিমানটিতে পাইলট হিসেবে প্যাট্রিক মাইকেল এবং যাত্রী জ্যান উইলিয়ামস ছিলেন। পাইলটের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং উইলিয়ামস হলেন লুইজিয়ানা অঙ্গরাজ্যের অধিবাসী। বৃষ্টির মধ্যে বিমানটি ওই বিদ্যুতের লাইনের ওপরে পড়ে, তবে দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।