Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুভেন্দুর আক্ষেপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক ও রাজ্য বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়ন করা হবে। সীমান্ত এলাকার শহর ঠাকুরনগরে এক র‌্যালিতে এমন কথা বলেছেন তিনি। র‌্যালিতে উপস্থিত ছিলেন এমপি শান্তনু ঠাকুর। শুভেন্দু অধিকারী আক্ষেপ করে বলেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়ন হবে। আমি ব্যক্তিগতভাবে এনআরসি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক বিল বাস্তবায়নের দাবি জানাই। তিনি আরও বলেন, ‘মুসলিম এবং খ্রিস্টানদের জন্য অনেক দেশ আছে। কিন্তু হিন্দুদের জন্য একটিই মাত্র ‘হোমল্যান্ড’ আছে। সিএএ বাস্তবায়ন করা হবে। একবার যখন আইন পাস হবে, তখন তা বাস্তবায়ন কেউই ঠেকাতে পারবে না। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ