Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপোরোজিয়ায় বিপর্যয়ের সম্মুখীন ইউক্রেনীয় সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ৬:৪৯ পিএম | আপডেট : ৭:১৬ পিএম, ২৮ নভেম্বর, ২০২২

জাপোরোজিয়ার পথে চার দিনে ইউক্রেনের সেনার প্রায় পাঁচটি অগ্রগতির প্রচেষ্টাকে প্রতিরোধ করেছে মিত্র বাহিনী। এর ফলে তারা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। সোমবার ‘উই আর টুগেদার উইথ রাশিয়া’ আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোগভ বলেছেন।

‘মাত্র চার দিনে, আমরা (ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দ্বারা) চার বা পাঁচটি পাল্টা আক্রমণের চেষ্টা প্রতিহত করেছি, প্রতিরক্ষা লাইন ভেদ করার চেষ্টা ঠেকিয়ে দিয়েছি, তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে,’ তিনি কমসোমলস্কায়া প্রাভদা রেডিও স্টেশনের সম্প্রচারে বলেছিলেন।

রোগভ উল্লেখ করেছেন যে, জনশক্তিতে শত্রুর ক্ষতির পরিমাণ কয়েক ডজন। ট্যাঙ্ক ও সাঁজোয়া যানও ধ্বংস করা হয়।

এর আগে তিনি বলেছিলেন যে, ইউক্রেনীয় সামরিক বাহিনী ওরেখভ এবং গুলাইপোল শহরের কাছে জাপোরোজিয়া অঞ্চলে যোগাযোগের লাইনে সেনা মোতয়েন করছে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ