Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণকারীরা আটক নন্দীগ্রামে ৩০ ঘণ্টা পর উদ্ধার অপহৃত স্কুলছাত্র

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার নন্দীগ্রামে ৩০ ঘণ্টা পর অপহৃত স্কুলছাত্র রাকিবুলকে উদ্ধার করাসহ এ ঘটনায় জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের আগাপুর গ্রামের আশরাফ আলীর ছেলে চৌমহুনী আল-মদিনা একাডেমীর দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাকিবুল হাসান (৯) প্রতিদিনের ন্যায় গত সোমবার বিকাল ৪টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ চক্রের সদস্যরা কৌশলে তাকে অপহরণ করে। এরপর অপহরণ চক্রের সদস্যরা স্কুলছাত্র রাকিবুলের পিতার নিকট মোবাইল ফোনে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে শিশু রাকিবুলের পিতা বিষয়টি থানা পুলিশে অবহিত করে। এঘটনায় গত মঙ্গলবার দুপুরে স্কুলছাত্রের পিতা আশরাফ আলী বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করলে অপহৃত স্কুলছাত্র রাকিবুলকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। অপহরণকারীদের মুক্তিপন অনুযায়ি স্কুলছাত্রকে তার পরিবারের কাছে ফেরত দেয়ার প্রক্রিয়া করা হয়। অবশেষে অপহরণের ৩০ঘটা পর উন্নত প্রযুক্তির ব্যবহারে মঙ্গলবার রাত ১০টার দিকে থানার ওসি হাসান শামীম ইকবালের নেতৃত্বে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাড়ির এসআই শফিকুল ইসলামসহ নন্দীগ্রাম থানা পুলিশ বগুড়া শহরতলীর চারমাথায় মাটিডালী বিমান মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে সিলেটগামী একটি বাস থেকে অপহৃত স্কুলছাত্র রাকিবুলকে উদ্ধার করে। এসময় হাতেনাতে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার জয়ন্তীপুর গ্রামের সাহেব আলীর ছেলে সিয়াম শেখ (২২) ও তার দুই স্ত্রী মনিয়া মুন্নি (২৪) ও নিলুফা ইয়াসমিন (১৭)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণকারীরা আটক নন্দীগ্রামে ৩০ ঘণ্টা পর উদ্ধার অপহৃত স্কুলছাত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ