Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনা থেকে রচনা ব্যানার্জী বাদ পড়ছেন!

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০৬ এএম


এক সময় বড় পর্দার হার্টথ্রব নায়িকা ছিলেন তিনি আর বর্তমানে মেগা রিয়েলিটি শো এর সঞ্চালিকা। অভিনয় থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন তবে বড় পর্দায় রাজত্ব করা পর এখন ছোটপর্দায়ও এক ও অদ্বিতীয় দিদি হয়ে উঠেছেন। বলা হচ্ছে রচনা ব্যানার্জীর কথা, ‘দিদি নাম্বার ওয়ান’-এর সুবাদে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। শুধু এখানেই থেমে নেই বর্তমানে মরুশহর দুবাইয়েও পৌঁছে গেছে নিজের ব্যবসাকে পৌঁছে দিতে। কিছুদিন আগেই তিনি পৌঁছেছেন সুদূর আরব নগরীতে। ঘোরার সাথে সাথে নিজের শাড়ির ব্যবসাকে বিদেশেও ছড়িয়ে দেওয়ার জন্য সেখানে পৌঁছেছেন তিনি। কিন্তু শোনা যাচ্ছে ব্যবসার কারণেই ‘দিদি নং ওয়ান’-এর তার আসন খোয়া গেলো বলে! কিছুদিন আগেই এই শো নিয়ে গুঞ্জন উঠেছিল যে দিদি নাম্বার ওয়ান বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সাম্প্রতিক খবর শো বন্ধ না হলেও মুখবদল ঘটছে সঞ্চালিকার! খবর অনুষ্কা চ্যাটার্জী এবার রচনা স্থানে স্থলাভিষিক্ত হবে। কিন্তু কে এই অনুষ্কা চ্যাটার্জী? আসলে অনুষ্কা এক ছোট্ট মিষ্টি খুদে মেয়ে যে দিদি নং ওয়ানে প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিল। একেবারে দিদি নাম্বার ওয়ান এর রচনার বেশে হাজির হয়েছিল সে। আর রচনার সামনে দাঁড়িয়ে রচনা সঞ্চালনার নকল করতে দেখা যায় তাকে। হুবহু রচনার মত সঞ্চালনা করেই দর্শকদের কার্যত অবাক করিয়ে দিয়েছে সে। এককথায় রচনা আসন নড়বড়ে করে দিয়েছে এই খুদে তাইতো রচনা খোদ বলে বসলেন এই পুঁচকেকে দেখে তার রীতিমতো ভয় লাগছে। তবে এই খুদের এমন পারফরম্যান্সে বেশ মজা পেয়েছেন রচনা সহ দর্শকরাও। ছোট্ট খুদে জানিয়েছে সে ঠাকুমার সাথেই বসে শো দেখে আর সেখান থেকেই এত সুন্দর নকল করতে শিখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘দিদি নাম্বার ওয়ান’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ