Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহকে নান্দনিক শহর দেখতে চান প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : নবগঠিত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বলেছেন, এই বিভাগীয় সদরকে একটি আধুনিক ও নান্দনিক শহর হিসেবে  দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আঙ্গিকেই প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদের পরামর্শে আধুনিক নগরী গঠনের পরিকল্পনা নেয়া হচ্ছে। এ ছাড়াও নয়া বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন বিভাগীয় কমিশনার
বুধবার বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়কালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন এসব কথা বলেন। এ সময় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে  ক্লাব কর্মকর্তাগণ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম, আলহাজ ফকির আব্দুল জলিল,  দৈনিক সবুজ সম্পাদক মোঃ আফছর উদ্দিন,  দৈনিক ইনকিলাবের ময়মনসিংহের আঞ্চলিক প্রধান আলহাজ মো: শামসুল আলম খান, মো. নজরুল ইসলাম, আতিকুল ইসলাম রোকন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহকে নান্দনিক শহর দেখতে চান প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ