মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের বিতর্কে ভারতের আলোচিত যোগগুরু রামদেব। স¤প্রতি এক অনুষ্ঠানে তিনি নারীদের উদ্দেশ্যে মন্তব্য করেন যে, পোশাক না পরলেও নারীদের ভালো লাগে। এ নিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন পতঞ্জলি প্রধান। টুইটারে ভিডিও শেয়ার করে দিল্লি কমিশন ফর ওমেনের চিফ স্বাতী মালিওয়াল রামদেবকে ক্ষমা চাইতে বলেছেন। তিনি লিখেছেন, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর স্ত্রীর সামনে রামদেবের এই উক্তি অশোভন ও নিন্দাজনক। সমস্ত মহিলারাই এতে আঘাত পাবেন। রামদেবের এনিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। ঠাণের একটি শিবিরে নারী অনুগামীদের সামনে যোগ প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি। সেই শিবিরে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অম্রুতা ফড়নবীশ এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে। সেখানে রামদেবের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। খবর ওয়ান ইন্ডিয়ার। ভিডিওটিতে রামদেব বলেছেন, ‘নারীদের শাড়ি পরলে দেখতে ভালো লাগে, সালোয়ার পরলেও ভালো লাগে, আবার কিছু না পরলেও ভালো লাগে।’ যোগগুরু মজার ছলে কথাটি বললেও নারী দর্শকদের পক্ষ থেকে কোনো হাততালি দেওয়া হয়নি। কেবল হাসতে দেখা যায় ফড়নবীশ-পতœীকে। রামদেবের ওই বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে মহিলা কমিশন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন ভিডিওটি টুইট করে রামদেবকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। রামদেবের ওই মন্তব্যকে ‘অত্যন্ত নিন্দাজনক’ বলেও আখ্যায়িত করেছেন তিনি। এই মন্তব্যকে ঘিরে রাজনীতির রং লাগতে বেশি সময় লাগেনি। উদ্ধব-সেনার নেতা এ নিয়ে মহারাষ্ট্রের শাসক জোটের কড়া সমালোচনা করেছে। উদ্ধব-ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, ওই অন্যায় মন্তব্যের প্রতিবাদ করা উচিত ছিল ফড়নবীশ-পতœীর। একই সঙ্গে তার দাবি, এই সরকার কোনো অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।