Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প নয়, রনকে সমর্থন দেবেন ইলন মাস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০৫ এএম

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছেন, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁকে সমর্থন দেবেন। রয়টার্স জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে লড়বেন তিনি। দিন কয়েক আগে ট্রাম্প তার সম্ভাব্য প্রতিদ্ব›দ্বী হিসেবে রন ডিস্যান্টিসের ব্যাপারে মুখ খুলেছেন। রনকে প্রার্থী না হওয়ার জন্য সতর্কও করে দিয়েছেন ট্রাম্প। স¤প্রতি নির্বাচনে ফ্লোরিডার গভর্নর হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন রন। ইলন মাস্ক বলেছেন, ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে তার পছন্দ একজন বিবেকবান ও মধ্যপন্থী মানুষ। তিনি আশা করেছিলেন, বর্তমান বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তেমনটা হবে। এ ব্যাপারে তিনি এখন পর্যন্ত হতাশ। টুইটারে একজন ব্যবহারকারী ইলন মাস্কের কাছে জানতে চান ইলন, আপনি কি ২০২৪ সালে রন ডিস্যান্টিসকে সমর্থন করবেন? জবাবে ইলন মাস্ক ‘হ্যাঁ’ বলেছেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ