Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্ল্যাক ফ্রাইডেতে রেকর্ড বিক্রির আশা যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০৫ এএম

কভিডের বিপর্যস্ত পরিস্থিতি কাটিয়ে যুক্তরাষ্ট্রের উৎসবভিত্তিক কেনাকাটা বাড়ছে। স¤প্রতি শেষ হওয়া বø্যাক ফ্রাইডেতে অনলাইনে রেকর্ড বিক্রির প্রত্যাশা করা হচ্ছে। দিনটি উপলক্ষে প্রতি বছরই বড় আকারের মূল্যছাড় দেয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। এ সময়ে বিপুল পরিমাণ বিক্রি হওয়ায় ছাড়ের পরও মুনাফার দেখা পায় প্রতিষ্ঠানগুলো। খবর সিএনবিসি। খুচরা বিক্রেতাদের ওয়েবসাইট ট্র্যাক করা অ্যাডোবি অ্যানালিটিকস অনুসারে, চলতি বছরের বø্যাক ফ্রাইডেতে অনলাইনে ৯০০ কোটি ডলারে বিক্রি হয়েছে বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিন সন্ধ্যা পর্যন্ত ভোক্তারা অনলাইনে ৭২৮ কোটি ডলার ব্যয় করেছেন। সব মিলিয়ে এ ব্যয়ের পরিমাণ ৯২০ কোটি ডলারে উন্নীত হয়েছে বলে আশা অ্যাডোবি অ্যানালিটিকসের। থ্যাংকসগিভিং উৎসবের দিনেও খুচরা বিক্রির রেকর্ড হয়েছে। ওইদিন ভোক্তারা অনলাইনে সর্বকালের সর্বোচ্চ ৫২৯ কোটি ডলার ব্যয় করেছেন। এ ব্যয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি। অ্যাডোবি অ্যানালিটিকস জানিয়েছে, মার্কিন ক্রেতারা সাধারণত অনলাইনে দৈনিক ২০০-৩০০ কোটি ডলার ব্যয় করেন। ক্রেতারা এবার ঘড়ি, এয়ারপড, স্মার্ট স্পিকার, টেলিভিশন, গেমিং কনসোলের পাশাপাশি খেলনার মতো পণ্যগুলো সবচেয়ে বেশি কিনেছেন। এ বছর মোবাইল কেনাকাটাও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। থ্যাংকসগিভিং ডেতে মোট অনলাইন বিক্রির মধ্যে স্মার্টফোনের মাধ্যমে বিক্রি হয়েছে ৫৫ শতাংশ। বø্যাক ফ্রাইডেতে মোবাইলের মাধ্যমে কেনাকাটার হার ৫৩ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। উচ্চমূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার উচ্চব্যয়ের মধ্যেও বড় ধরনের মূল্যছাড় গ্রাহকদের আরো কেনাকাটায় উদ্বুদ্ধ করেছে। কেনাকাটার এ মৌসুমে অনলাইনে গড় অর্ডারের পরিমাণ ১২ শতাংশ বেড়েছে। বিশেষ করে খেলনা পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিছু পণ্যে ৩৩ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। বিক্রিতে এমন প্রবণতা রিটেইল প্রতিষ্ঠানগুলোর জন্য আশাব্যঞ্জক হতে পারে। যদিও টার্গেট, ম্যাসি’স ও নর্ডস্ট্রমের মতো প্রতিষ্ঠানগুলো অক্টোবরের শেষ দিকে এবং নভেম্বরের শুরুতে বিক্রি কমে যাওয়ার কথা জানিয়েছে। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো চলতি বছর অতিরিক্ত মজুদ নিয়েও সমস্যায় পড়েছে। চার দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতির কারণে অতিপ্রয়োজনীয় নয় এমন পণ্যে ব্যয় কমিয়ে দিয়েছেন ভোক্তারা। ফলে পোশাক ও গৃহস্থালি সামগ্রীর বিক্রি ব্যাপকভাবে কমে গিয়েছে। অন্যদিকে বেড়ে গিয়েছে সংস্থাগুলোর মজুদ। এ অবস্থায় মজুদ কমাতে মূল্যছাড় দিয়ে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলো। এদিকে স¤প্রতি প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি সেপ্টেম্বরের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। গত মাসে দেশটিতে গাড়ি ও গ্যাসের উচ্চমূল্যের কারণে খুচরা বিক্রি বেড়েছে। সেপ্টেম্বরের শেষে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ইয়ানের কারণে ৭০ হাজার গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অক্টোবরে গাড়ির দাম ঊর্ধ্বমুখী থাকার বিষয়টি খুচরা বিক্রি বাড়াতে ভ‚মিকা রেখেছে। আবার একই সময়ে অটো ও গ্যাস ব্যতীত খুচরা ব্যয় দশমিক ৯ শতাংশ বেড়েছে। এছাড়া প্রত্যাশার চেয়ে আয় বেড়েছে ওয়ালমার্টের। গত মাসে ওয়ালমার্টের মোট আয়ের ৫০ শতাংশের বেশি এসেছে মুদি ব্যবসা থেকে। যেখানে টার্গেটের এ হার ২০ শতাংশ। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) খুচরা বিপণন প্রতিষ্ঠান টার্গেটের মুনাফা কমেছিল ৫২ শতাংশ। সিএনবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ