Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সড়কে থামছেনা মৃত্যুর মিছিল সন্তানসহ দম্পতির মৃত্যু

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ৫:১৮ পিএম

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসেন জানান, রোববার সকালে উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও তাদের মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
সিমি লক্ষ্মীপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি কামাল হোসেন ইনকিলাব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা পলককে বলেন, মাসুদুর মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা মেয়েকে মাদ্রাসায় নামিয়ে দিতে যাচ্ছিলেন। পথে ঠাকুরগাঁও গামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মাসুদুর ও সিমিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, বাসিটি বেপরোয়া গতিতে চলছিল বলে স্থানীয়রা জানিয়েছে। বাসটি আটক করা গেলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দম্পতির মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ