Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন চুক্তিতে সুয়ারেজ

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সাথে নতুন চুক্তিতে সাক্ষর করেছেন লুইস সুয়ারেজ। চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকছেন উরুগুয়ান স্ট্রাইকার। পরশু উভয় পক্ষের সম্মতিতে এই চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সপ্তায় সুয়ারেজ বেতন পাবেন ২ লক্ষ ৩০ হাজার পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যে অঙ্ক দাঁড়ায় প্রায় ২ কোটি ২৮ লক্ষ টাকা। নতুন চুক্তিতে তার বাই-অউট ক্লজ ধরা হয়েছে ১৬৭.৭ মিলিয়ন পাউন্ড। ২০১৪ সালে ৭৫ পাউন্ডে লিভারপুল থেকে বার্সেলোয়া যোগ দেন সুয়ারেজ। কাতালান জার্সিতে এ পর্যন্ত ৯৭টি গোল ও ৪৮টি গোলে সহায়তা করেন এই নাম্বার নাইন। এসময়ে তিনি জিতেছেন ৮টি শিরোপা। চুক্তি শেষে নিজের অনুভুতি প্রকাশে সুয়ারেজ বলেন, ‘যেখানে থাকতে চেয়েছিলাম সেখানে থাকতে পেরে আমি আনন্দে আত্মহারা। আমি খুব খুশি।’ ২৯ বছর বয়সী যোগ করেন, ‘এমন সিদ্ধান্তই আমরা সবাই চাইছিলাম, ক্লাব এবং আমি। আমাদের সম্পর্কটা দারুণ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ