Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আরো ৫-৬টি দল চায় আইসিসি!

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান পূর্ণ সদস্য দেশের সংখ্যা ১০টি। এমনিতে খেলাটা জনপ্রিয়ই এই আট-দশটা দেশে। এর মধ্যে আবার ‘তিন মোড়লে’র নিয়ন্ত্রণ নিয়ে নানা আলোচনা। ফুটবলের মতো বিশ্বে ছড়াবে কীভাবে ক্রিকেট? আইসিসি অবশ্য খেলার বিশ্বায়ন নিয়ে ভাবতে শুরু করেছে। ক্রিকেটের উন্নয়নের পথ আরও গতিশীল করতে সর্বোচ্চ পর্যায়ে তারা চাইছে ১৫-১৬টি দল।
এটি এখনো প্রস্তাব আকারেই আছে, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনায় যে বিষয়টি আছে বললেন ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, ‘আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া ছাড়াও এশিয়া অঞ্চলের আরও বেশ কয়েকটি দেশকে নিয়ে সংখ্যাটা ১৫ থেকে ১৬ করতে চাই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা তাদের ক্রিকেটকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, যাতে তারা বড় দলের সঙ্গে সমান তালে খেলতে পারে।’
২০০০ সালের ২৬ জুন আইসিসির সর্বশেষ পূর্ণ সদস্য হয়েছে বাংলাদেশ। গত ১৬ বছরে আর কোনো দেশ জায়গা পায়নি ক্রিকেটের কুলীন পর্যায়ে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার নিমন্ত্রণে এক বৈঠক শেষে রিচার্ডসন সহযোগী দেশগুলোর জন্য আশার কথা শোনালেন, ‘সর্বোচ্চ পর্যায়ে আরও লড়াকু দল বাড়াতে আইসিসির কৌশলগত পরিকল্পনা আছে।’
ক্রিকেটের বিশ্বায়ন নিয়ে তাহলে ভাবছে আইসিসি! তবে এদিন আরেকটি মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে আইসিসির এই শীর্ষ কর্তাকে। গেলপরশু শ্রীলঙ্কার এই সভায় ২০১৪ সাল থেকে ক্রিকেটে ‘বিগ থ্রি’র কতৃত্বের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নিশ্চুপ থাককেই দায়ী করেন রিচার্ডসন। এই মন্তব্যের একদিন বাদে গতকাল মুখ খুলেছে সিএসএ। দলটির প্রধান নির্বাহী হারুন লোরগাত এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘যদি তিনি সত্যিই এমনটা বলে থাকেন, তবে আমরা খুবই হতাশ হয়েছি। ২০১৪ সালের ঐ বিবর্তনের সময় একজন আইসিসির সক্রিয় উচ্চপদস্ত কর্তার এমনটা বলা অনুচিত এবং অপমানজনক।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ