Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ছত্তিশগড়ে ৪ মাওবাদীকে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১১:৫৭ পিএম

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে ৪ মাওবাদী আন্দোলনের সদস্যের মৃত্যু হয়েছে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের শহর বিজাপুরের একটি জঙ্গলে নিরাপত্তাবাহিনী অভিযান চালালে গোলাগুলি হয়। এ সময় ওই ৪ জনের মৃত্যু হয়।

নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দুরে বিজাপুরের জঙ্গলে ভারতীয় নিরাপত্তারক্ষীদের একটি যৌথ বাহিনী স্থানীয় সময় আজ শনিবার ভোরে বিশেষ অভিযান চালায়। সেখানে তাঁরা মাওবাদী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তার ফলেই ৪ জনের মৃত্যু হয়।

বিজাপুরের পুলিশ সুপার পি সুন্দররাজ সাংবাদিকদের বলেছেন, ‘এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে ২ জন নারীও রয়েছেন। তল্লাশি অভিযান এখনো চলছে। গভীর জঙ্গলে এই সংঘর্ষে এখনো নিরাপত্তারক্ষীরা অক্ষত আছেন।’ সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ