নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : নিয়াজ-উদয়ন বিল্ডার্সের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা)। উদ্বোধনী দিন মহিলা বিভাগে বিজেএমসি ও বাংলাদেশ আনসার এবং পুরুষ বিভাগে পুলিশ জয় পেয়েছে। গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মহিলা বিভাগের খেলায় বিজেএমসি ৩৩-২০ গোলে হারায় পুলিশ হ্যান্ডবল দলকে। প্রথমার্র্ধে বিজয়ীরা ১৪-৯ গোলে এগিয়ে ছিল। এই বিভাগের অন্য ম্যাচে বাংলাদেশ আনসার ৩৭-১০ গোলে হারায় হ্যান্ডবল ট্রেনিং সেন্টার কে। আনসার প্রথমার্র্ধে ১৮-৩ গোলে এগিয়ে ছিল। পুরুষ বিভাগের একমাত্র ম্যাচে পুলিশ ৩৫-২৬ গোলের জয় পায় আনসারের বিপক্ষে। বিজয়ী দল প্রথমার্র্ধে ১৫-১০ গোলে এগিয়ে ছিল। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র সদস্য (অতিরিক্ত সচিব) আব্দুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল এ্যাফেয়ার্স উইং এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।