Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্টুনিস্ট হবেন মাশরাফি?

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। শুধু বল-ব্যাট হাতেই নয়, মাঠের বাইরেও নেতৃত্বের বহু নিদর্শন জড়িয়ে এই অকুতোভয় ক্রিকেটারের নামের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে আলোকিত এই ব্যক্তিত্বের আছে সুপ্ত এক ইচ্ছা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছোটবেলার স্মৃতিগুলো তুলে ধরতে গিয়ে যেন নিজের অবসর ভাবনাও জানিয়ে দিলেন ম্যাশ। নানার বাড়ি ছিল নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ির পাশে। সেই স্মৃতিচারণ করে লেখেন, ‘আমার নানাবাড়ি থেকে হাঁটা দূরত্বে ছিল সুলতান দাদুর বাসা। তখন তো আর এত কিছু বুঝতাম না, দুষ্টামি করেই কুল পেতাম না। ছোটবেলায় তাঁর কাছে গিয়ে বায়না ধরতাম ছবি আঁকা শিখাতে। দাদুও খুব আগ্রহ নিয়ে শেখানোর উদ্দেশে কয়লা হাতে নিতেন। আমি আগ্রহ খুব বেশিক্ষণ রাখতে পারতাম না। মন পড়ে থাকত মাঠে। মাঠের টানে সেখান থেকে পালাতাম। দাদু অভিমান করে বলতেন, ‘এমন করলে আঁকাআঁকি হবে’?’
সেই ভূত যে এখনও মাথায় গেঁথে রেখেছেন তারই জানান দিলেন মাশরাফি। এখন নতুন করে বাংলাদেশ অধিনায়কের আগ্রহ তৈরি হয়েছে আঁকা-আঁকিতে। অবসরের পর কার্টুনিস্ট হওয়ার স্বাধ জেগেছে লড়াইল এক্সপ্রেসের মনে! অনেকটা মজা করেই এ সম্পর্কে জানান, ‘আমার ছোট ভাইয়ের এক কার্টুনিস্ট বন্ধুর মাধ্যমে আমি একটা কমিউনিটির খবর জানি, যারা ইউটিউবের মাধ্যমে আঁকাআঁকির কৌশল শিখাচ্ছে এবং সেটাও আবার বাংলাতে। ভাবছি, ক্রিকেট থেকে অবসরের পর এই শো দেখে আমিও কার্টুনিস্ট হয়ে যাব নাকি!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ