Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নারীর প্রতি সহিংসতা বন্ধে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে প্রতি বছরের মতো এবারও ল্যাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন জায়গা বিক্ষোভ হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাজপথে বিক্ষোভে নামেন লাখ লাখ নারী। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে কলোম্বিয়ার বোগোটা পর্যন্ত প্রতিবাদের মিছিলে দেখা যায়। প্ল্যাকার্ড নিয়ে সেøাগান দেন প্রতিবাদী নারীরা। বিশ্বজুড়ে নারীরা যে বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়ে আসছে তা বন্ধে এবং আরও ব্যবস্থা নেওয়ার দাবিতেই মূলত পথে নামে তারা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নারীবাদী গোষ্ঠীগুলো রিফার্মা অ্যাভিনিউতে জড়ো হয়। যেটিকে রাজধানীর প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। নানা বেশে তারা সেখানে অংশ নেয়। তাদের সঙ্গে অনেক পুরুষ একাত্মতা প্রকাশ করে। সহিংস পরিস্থিতি এড়াতে আগে থেকেই শত শত পুলিশ রাজপথে অবস্থান নেয়। মেক্সিকোজুড়ে ধর্ষণ এবং খুন ও লিঙ্গ সহিংসতার অবসান চান আন্দোলনকারীরা। দেশটির সরকারের পরিসংখ্যানে জানা গেছে, মেক্সিকোয় প্রতিদিন গড়ে ২০ জনের মতো নারী হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, হন্ডুরাস এই অঞ্চলের সর্বোচ্চ হারে নারী হত্যার শিকার, তারপরে ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, বলিভিয়া এবং ব্রাজিল। নারীর প্রতি সহিংসতা নির্মূলের দাবিতে মাদ্রিদ ও বার্সেলোয় পথে নামেন হাজার হাজার মানুষ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, লাতিন আমেকিার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি নারী হত্যার ঘটনা ঘটে হন্ডুরাসে। তারপর এই তালিকায় রয়েছে ডমিনিকান রিপাবলিক, এল সাভাদর, বলিভিয়া এবং ব্রাজিল। জাতিসংঘের মধ্য ও দক্ষিণ আমেকিা শাখার কর্মকর্তা জোসে ম্যানুয়েল সালাজার রয়টার্সকে বলেন, ‘আমাদের অঞ্চলের নারী ও মেয়েরা সহিংসতার ঝুঁকিমুক্ত জীবন কাটাবে এবং তাদের তাদের প্রাপ্য অধিকার ভোগ করবে- যদি সত্যিই আমরা এমন চাই, সেক্ষেত্রে আমাদের বর্তমান প্রচেষ্টায় কোনো কাজ হবে না, এর হার দ্বিগুণ করতে হবে।’ মেক্সিকোতে নারীর প্রতি বিদ্বেষ ও সহিংসতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার দেশটির সরকার থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে- কেবল নারী হওয়ার কারণে গত অক্টোবরে মেক্সিকোতে খুন হয়েছেন ৮০ জন নারী ও মেয়ে। মেক্সিকোর মোরেলস প্রদেশ থেকে বিক্ষোভে আসা জোসে অ্যাঞ্জেল ত্রেজো রয়টার্সকে জানান, গত আগস্টে তার মেয়ে মেলানি ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, হত্যাকারী এখনও মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এবং আইনশৃংখলা বাহিনীর সঙ্গে এ ব্যাপারে তিনি যোগাযোগ করলে বাহিনীর সদস্যরা তাকে কোনো পাত্তাই দিতে চাননি। ‘আমরা চাই, তাদের কানে আমাদের আওয়াজ প্রবেশ করুক,’ রয়টার্সকে বলেন জোসে অ্যাঞ্জেল ত্রেজো। মেক্সিকোতে নির্যাতনের শিকার নারী ও তার পরিবারে সদস্যদের সরকারিভাবে আইনী সহায়তা দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের ফেডারেল ইনস্টিটিউট অব পাবলিক ডিফেন্স (আইএফডিপি) নামের একটি সংস্থা এই সহায়তা দিয়ে থাকে। আইএফডিপির কর্মকর্তা গ্যাব্রিয়লা কাস্টিল্লো রয়টার্সকে বলেন, ‘নারীহত্যা ও নির্যাতন সংক্রান্ত অভিযোগগুলো খুবই বাজে ভাবে তদন্ত করার যে অভিযোগ উঠেছে, তা সত্য এবং আমি মনে করি, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।’ ‘আর এজন্য প্রেয়োজন সবার সহযোগিতা ও সচেতনতা।’ রয়টার্স, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ