Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে আইফোন কারখানার কর্মীদের পেটালো পুলিশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ৮:৫৫ পিএম

চীনে অ্যাপলের আইফোন প্রস্তুতকারী একটি কারখানার কর্মীদের মারধর করেছে পুলিশ। করোনাভাইরাসের দৈনিক রেকর্ড সংক্রমণের মধ্যে গত মঙ্গলবার শ্রমিকরা কাজ ও বেতনের শর্ত নিয়ে প্রতিবাদ জানালে তাদের ব্যাপক মারধর করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, হাজার হাজার শ্রমিক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পুলিশ শ্রমিকদের লাথি মারতে থাকে এবং পেটাতে থাকে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে অগ্নিনির্বাপক স্প্রে করে। ভিডিও ধারণকারীরা বলছেন, সেগুলো চীনের ঝেংঝুর আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকন এলাকার।
ফক্সকন স্মার্টফোন ও অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জাম প্রস্ততকারী অন্যতম বড় কোম্পানি। গত মাসে সেখানে কোভিড সংক্রমণের অনিরাপদ পরিবেশের কারণে শ্রমিকরা কারখানা থেকে চলে যান। ফলে আইফোন ১৪ উৎপাদনে ব্যাপক প্রভাব পড়ে। কোম্পানিটি নতুন করে কর্মী নিয়োগ দেয়।
ফক্সকনের এক কর্মী লি সানশান বলেন, তিনি ফক্সকনের একটি বিজ্ঞাপন দেখে ক্যাটারিং এর চাকরি ছেড়ে দেন। বিজ্ঞাপনটিতে দুই মাসের কাজের জন্য ২৫ হাজার ইউয়ান (সাড়ে ৩ হাজার ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিজ্ঞাপনে প্রলোভন দেখানোয় সারা দেশ থেকে অনেক শ্রমিক সেখানে যোগ দেয়।
২৮ বছর বয়সী লি বলেন, পরবর্তীতে শ্রমিকদেরকে জানানো হয়, ২৫ হাজার ইউয়ান পাওয়ার জন্য তাদের কম বেতনে অতিরিক্ত ২ মাস কাজ করতে হবে। শ্রমিকদের বেতন দেওয়ার নীতি বা শর্তে পরিবর্তন আনে কোম্পানিটি। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হন।
ফক্সকনের সদর দপ্তর তাইওয়ানের নিউ তাইপেই সিটিতে। তারা বলেছে, কাজের ভাতা সবসময়ই চুক্তিভিত্তিক বাধ্যবাধকতার ভিত্তিতে পূরণ করা হয়েছে। কারখানাটিতে তারা ২ লাখ কর্মীকে নিয়োগ দিয়েছিল।
অ্যাপেল ইনকরপোরেশন সতর্ক করেছে, তাদের নতুন আইফোন ১৪ মডেলের সরবরাহ কারখানায় কোভিড-১৯ বিধিনিষেধের কারণে বিলম্বিত হবে। চীন জুড়ে অনেক এলাকাতেই কোভিড বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দোকান, অফিস বন্ধ রেখে লাখ লাখ মানুষকে গৃহবন্দী করা হয়েছে।
বুধবার ঝেংঝুর কয়েকটি ডিস্ট্রিক্টে কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার। কোভিড পরীক্ষা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া সেখানকার বাসিন্দাদের কোথাও যেতে অনুমতি দেওয়া হয়নি। ওই অবস্থার মধ্যে হাজারো শ্রমিক বিক্ষোভে যোগ দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ