মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে দৈনিক কোভিড সংক্রমণ ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি সংক্রমণের হার দেশটির গত এপ্রিলের সর্বোচ্চ হারকে ছাড়িয়ে গেছে। যদিও প্রাদুর্ভাব রোধে চীন গত তিন বছর ধরে শূন্য কোভিড নীতির কঠোর নিয়ম মেনে চলে আসছে।
একদিনের হিসাবে গত বুধবার দেশটিতে ২৯ হাজার ৭৫৪ জনের কোভিড সংক্রমণের খবর পাওয়া যায়। আর এর আগে ২৮ হাজার ৯৭৩ জনের কোভিড আক্রান্তের খবর এসেছিল গত এপ্রিলের মাঝামাঝিতে। ওই সময়ে চীনের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র সাংহাইয়ে দুই মাস ধরে লকডাউন চলেছে। সেসময় খাবার আর চিকিৎসা সেবা পেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে সেখানকার বাসিন্দাদের।
তবে সাম্প্রতিক এই প্রাদুর্ভাব চীনের গুরুত্বপূর্ণ সময়ে এসেছে। দেশটির নেতাদের সিদ্ধান্ত নিতে হবে অর্থনীতির পরিস্থিতির বিবেচনায় তারা করোনাভাইরাসের সংক্রমণ খানিকটা মেনে নেবেন, নাকি সংক্রমণ রোধে আরও কঠোর হবেন।
বেইজিং থেকে চংকিং এবং গুয়াংজু পর্যন্ত প্রধান শহরগুলো মূলত স্থবির হয়ে পড়েছে। কারণ, আবাসিক ভবন, অফিস ভবন এবং শপিং মলেও সংক্রমণ হচেছ। শহরগুলো আবারও কোভিড পরীক্ষা বাড়াচ্ছে। আক্রান্তদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করছে। কোনো শহরের পুরোটা জুড়ে লকডাউন ঘোষণা করা না হলেও নানা বিধিনিষেধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে পঙ্গু করে দিচ্ছে। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ মহামারী মোকাবিলায় আরও কঠোর হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।