Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদি আরবের প্রত্যেক খেলোয়াড়কে যুবরাজ দিচ্ছেন সাড়ে ১৬ কোটির রোলস রয়েস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ৪:৫১ পিএম | আপডেট : ৪:৫৩ পিএম, ২৬ নভেম্বর, ২০২২

কাতারের লুসাইল স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপে দু’বারের ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে সউদি আরব। দেশটির এই জয়কে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে অঘটন হিসেবে বলছেন অনেকে। বিশ্ব র‌্যাংকিংয়ে সউদি আরবের সঙ্গে আর্জেন্টিনার ব্যবধান ৪৮। যে কারণে অনেকের প্রত্যাশা ছিল ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির আর্জেন্টিনা খুব সহজেই সউদি আরবকে হারিয়ে দেবে। -এক্সপ্রেস

আর্জেন্টিনা গত তিন বছর ধরে অপরাজিত ছিল এবং ২০২২ সালের টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেভারিট মনে করা হয় দেশটিকে। সউদি আরব তো বটেই, পুরো মধ্যপ্রাচ্যের লোকজনকে আনন্দে ভাসিয়ে দেওয়া সউদি আরবের ওই জয়ের পর দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে বিশ্বকাপে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া সউদি আরবের জয়কে স্মরণীয় করে রাখতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে তার দেশের পুরো ফুটবল দলের জন্য বিশেষ এক উপহারের ঘোষণা দিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পিলে চমকে যাওয়ার মতো ওই জয়ের পর সউদি আরবের খেলোয়াড়দের প্রত্যেককে দেশটির রাজপরিবারের পক্ষ থেকে একটি করে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবরাজ। এতে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সউদ কাতার থেকে ফিরে আসার পর প্রত্যেক খেলোয়াড়কে ৬ মিলিয়ন সউদি রিয়াল মূল্যের একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন। আর এই প্রত্যেকটি গাড়ির মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকার বেশি।

গত মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক বড় অঘটনের স্বাক্ষী হয় আর্জেন্টিনা। ওইদিন ২-১ গোলের ব্যবধানে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সউদি আরবের কাছে হেরে যায়। খেলার মাত্র ১০ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ৪৮ মিনিটে সালেহ আল-শেহরির গোলে ম্যাচ সমতায় ফেরে। এরপর ৫৩তম মিনিটে সালেম আলদাওসারি গোলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সউদি। খেলার বাকি অংশে স্কোরলাইন থাকে অপরিবর্তিত এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সউদি আরব।

 



 

Show all comments
  • Faruk ২৭ নভেম্বর, ২০২২, ৫:৪১ এএম says : 0
    সৌদি দল অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলেছে। কিন্তু পোল্যান্ডের বিপক্ষে সৌদি খেলা ততটা ভালো হয়নি যতটা তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে। তাই কেউ কেউ বলছে আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা ফিক্সড ম্যাচ ছিল।
    Total Reply(0) Reply
  • Borhanuddinmiah ২৬ নভেম্বর, ২০২২, ১০:৫৩ পিএম says : 0
    Thanks to Saudi team may Allah the Almighty gives them more chance for victory in the worldcup..Thanks to Saudi Government for the prize for Saudi players.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ