Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফের ভারতকে হুমকি দিয়ে রাখলেন রমিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১:০৪ পিএম

দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি ও এশিয়া কাপের আসর ছাড়া দেখাই হয়না দুই দলের মধ্যে। এবার দুই দেশে হতে যাওয়া দুটি এমন আসর নিয়ে তাদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অবস্থান। ভারত যদি পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে পাকিস্তানও বর্জন করবে ভারতে হতে যাওয়া বিশ্বকাপ।

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে পরবর্তী ভারত ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। তার আগে সেপ্টেম্বর ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু দেশটিতে দল না পাঠানোর নীতিগত অবস্থান আছে ভারত সরকার। এমনটা হলে ভারতের বিশ্বকাপও বর্জন করবে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম উর্দু নিউজকে এমন কথাই আবার স্পষ্ট জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান রমিজ রাজা, তার মতে পাকিস্তান ভারতে না গেলে দর্শক আগ্রহেও পড়বে ভাটা, 'আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে যদি পাকিস্তান না যায় তাহলে সেটি কে দেখবে? আমাদের অবস্থান অনড়। তারা যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসতে রাজী হয় তবে আমরাও যাব। যদি তারা না আসে আমরাও যাব না, আমাদেরকে ছাড়াই বিশ্বকাপ হবে।’

সবশেষ এশিয়া কাপ খেলতে ২০০৮ সালে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর আর দেশটিতে দল পাঠায়নি তারা। মাঝে নিরাপত্তা ইস্যুতে অনেকদিন ধরে পাকিস্তানে যায়নি কোন দলই। রমিজ বলেন,‘আমাদের দল এখন পারফর্ম করছে। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছি, আমরা কঠোর পথে যাব।’

তবে দুই পক্ষে মতামত অনানুষ্ঠানিকভাবে জানা গেলেও এই বিষয়ে এখনো কোন আলোচনা না হওয়ার কথাও জানা রমিজ। তিনি বলেন,`এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে আসবে না, এরকম কোন আলোচনা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে হয়নি। তবে সুযোগ যদি আসে (আলোচনার) আমাদের অবস্থান থাকবে অনড়। তোমরা যদি আস, আমরাও যাব। এটাই আমাদের কথা।’



 

Show all comments
  • Muzaffar Khan ২৬ নভেম্বর, ২০২২, ৬:৩৩ পিএম says : 0
    এটা কোন হুমকি হলো না. বলা উচিত ছিল ভারতকে ছাড়াই এশিয়া কাপ আয়োজন করা।
    Total Reply(0) Reply
  • Borhan Uddin ২৬ নভেম্বর, ২০২২, ৪:৫৬ পিএম says : 0
    Good Pakistan............
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ