Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাত্র ৯ মিনিটে কয়েকশ’ প্রাচীন স্বর্ণমুদ্রা চুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 জার্মানির একটি জাদুঘর থেকে চোররা প্রায় ১৪ লাখ পাউন্ড দামের কেল্টিক সোনার মুদ্রা চুরি করেছে। আর মাঝরাতে মাত্র ৯ মিনিটের ‘অপারেশনে’ কাজটি করেছে তারা। বাভারিয়ার মানচিংয়ের জাদুঘর থেকে চুরি হয়েছে ওই মূল্যবান মুদ্রাগুলো। ধারণা করা হচ্ছে, চোররা জাদুঘরের অ্যালার্ম সিস্টেমে নাশকতা করেছিল। জাদুঘরে ঢোকার ঠিক আগে আশপাশের ইন্টারনেট সংযোগ কেটে ফেলা হয়েছিল। এর ফলে যোগাযোগে ব্যাপক বিভ্রাট ঘটে। আগের অভিযানের সঙ্গে এ চুরির যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ইন্টারনেটবিভ্রাটের কারণে একটি দরজা খোলা হলেও অ্যালার্ম বাজেনি। তবে চুরি হওয়ার সময়টি রেকর্ড করা সম্ভব হয়েছে। পরের দিন সকালে কর্মচারীরা জাদুঘরের মেঝেতে ভাঙা কাচ দেখেন। এ ছাড়া দেখা যায় ডিসপ্লে কেস থেকে মুদ্রাগুলো হাওয়া। রাষ্ট্রীয় প্রত্নতাত্ত্বিক সংগ্রহ কর্তৃপক্ষের প্রধান রুপার্ট গেবার্ড শোক প্রকাশ করে বলেন, ‘এক পুরনো বন্ধুকে হারানোর মতো লাগছে। ’ আরেকটি ডিসপ্লে কেসও ভাঙা হয়েছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ