Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পূর্ব ইউরোপে অস্ত্রের রমরমা ব্যবসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে গত আট মাস ধরে। এখনও যুদ্ধ থামার লক্ষণ নেই বরং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছে ইউক্রেন। আর এতে রসদ সরবরাহ করছে পশ্চিমা দেশগুলো। ফলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে পূর্ব ইউরোপের সমরাস্ত্র শিল্পের চিত্র পুরোটাই বদলে গেছে। অঞ্চলটির বিভিন্ন দেশের সমরাস্ত্র সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। বিশ্লেষকরা বলছে, পূর্ব ইউরোপের অস্ত্র শিল্প যেমন, বন্দুক, আর্টিলারি শেল ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ এমন গতিতে এগোচ্ছে যা স্নায়ুযুদ্ধের পর থেকে দেখা যায়নি। ফলে চলমান যুদ্ধ অস্ত্র ব্যবসায় পূর্ব ইউরোপের শক্ত অবস্থান তৈরি করছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা চালানোর পর কিয়েভকে মিত্র দেশগুলো অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে। কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির তথ্য বলছে, গত ২৪ জানুয়ারি ও ৩ অক্টোবরের মাঝে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেয়। এরপর ইউক্রেন তৃতীয় সর্বোচ্চ সামরিক সহায়তা পাচ্ছে পোল্যান্ড থেকে। এর ধারাবাহিকতায় চেক প্রজাতন্ত্র রয়েছে ৯ নম্বরে। কিয়েভকে বিপুল সহায়তা দিচ্ছে পূর্ব ইউরোপের অন্যান্য দেশগুলোও। আর এতেই ফুলেফেঁপে উঠছে এই অঞ্চলটির সমরাস্ত্র শিল্প। রাশিয়ার ব্যাপারে এখনও সতর্ক থাকলেও, সোভিয়েত যুগের ‘প্রভু’, ওয়ারশ চুক্তির আওতায় (ওয়ারশ স্নায়ুযুদ্ধ চলাকালীন কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের আটটি সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে গঠিত সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি) কয়েকটি সাবেক দেশ ইউক্রেনকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সাহায্য করছে। প্রায় ডজনখানেক সরকারি ও সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা এবং বিশ্লেষক যারা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন, তারা বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এই অঞ্চলের অস্ত্র শিল্পের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। রয়টার্স ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ