Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিভিন্ন দেশের ভুয়া ও জাল কানাডিয়ান পাসপোর্ট তৈরি করত সে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ৭:৩৪ পিএম

মানবপাচারকারী ও কানাডিয়ান পাসপোর্ট প্রস্তুতকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারের নাম- মাসুম আহমেদ।

বৃহস্পতিবার সিলেটের মজুমদার পাড়া টিএনটি কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় সিআইডি’র মানবপাচার অপরাধ দমন ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) নজরুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, আসামি মাসুম আহমেদ কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং জাল কানাডিয়ান পাসপোর্ট প্রস্তুতকারী মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য।


নজরুল ইসলাম বলেন, সে তার সহযোগীদের সহায়তায় কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের জাল পাসপোর্ট তৈরি করে নিরীহ মানুষদের উন্নত জীবন যাপনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করে আসছিল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গত বছর তার বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় দুটি, আর সিলেট মহানগর শাহপরাণ (রা.) থানায় মানবপাচার দমন ও প্রতিরোধ আইনে একটি মামলা হয় বলে জানান এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ