ক্রিশ্চিয়ানো রোনালদো।যে কোন বিশ্লেষণে তিনি শতাব্দীর অন্যতম সেরা খেলোয়াড়। সাম্প্রতিক সময়ের অফ ফর্ম বাদ দিলে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার সব সময়ই আলো ছড়িয়েছেন এ পর্তুগিজ মহতারকা।
ক্লাব ক্যারিয়ারের জিতেছেন সম্ভাব্য সব ট্রফি, তার নেতৃত্বে ইউরো জিতেছে পর্তুগাল। তিনি মাঠে গোল করলেই নতুন সব রেকর্ড।
পর্তুগিজ মহাতারকার রেকর্ডের ঝুলিতে এবার যোগ হলো অনন্য এক অর্জন। আজ পর্তুগালের বিপদের সময় আদায় করেছিলেন পেনাল্টি। সেই স্পট কিক থেকে এনে দিয়েছেন দলকে এনে দিয়েছিলেন লিড। আর তাতেই ইতিহাস লেখেন রোনালদো।
ভিন্নি পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হয়ে গেলেন পর্তুগাল অধিনায়ক। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই রেকর্ড আর কারো নেই।চার বিশ্বকাপে গোল করার সৌভাগ্য হয়েছে হাতে গোনা কয়েকজনের। তাদের সবাই আবার ফুটবলের মহাতারকা- পেলে,মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার,লিওনেল মেসি।
রোনালদো প্রথম বিশ্বকাপ খেলেছেন ২০০৬ সালে। সেই বিশ্বকাপেই পর্তুগালের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোলটি করেন রোনালদো।এরপরের প্রতিটি বিশ্বকাপে জালের দেখা পেয়েছেন এই পর্তুগিজ সেনসেশন।
কোন বিশ্বকাপে রোনালদোর কত গোল
২০০৬ - ১
২০১০ - ১
২০১৪ - ১
২০১৮ - ৪
২০২২- ১