Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলের নির্বাচন চ্যালেঞ্জ করায় বলসোনারোর দলকে জরিমানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ৮:৩১ পিএম

ব্রাজিলের নির্বাচনী আদালত দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর দলের অক্টোবরের রান-অফ নির্বাচনের ফলাফলকে উল্টে দেয়ার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন, যা তিনি হেরেছিলেন।

আদালত ‘খারাপ আস্থা’র মামলা হিসাবে এটিকে বর্ণনা করে বলসোনারোর জোটকে ৪৩ লাখ মার্কিন ডলার মূল্যের জরিমানাও করেছে।

বলসোনারো গত মাসে লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে হেরে যাওয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন চ্যালেঞ্জ করে বলেন যে, কিছু মেশিনের ভোট বাতিল হওয়া উচিত।

তার জোট অভিযোগ দায়ের করে যে, বলসোনারো এবং লুলার মধ্যে ৩০ অক্টোবরের ভোট গণনায় তারা কিছু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ত্রæটির লক্ষণ দেখতে পেয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ