মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর বুরকিনা ফাসোতে জিহাদি গোষ্ঠীর দুইটি পৃথক হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর সহায়ক বাহিনীর আটজন বেসামরিক নাগরিক রয়েছেন। নিরাপত্তা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, বুরকিনা ফাসো বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। তারা ২০১৫ সাল থেকে জিহাদিদের দমন করার জন্য সংগ্রাম করছে। এই দীর্ঘ যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য প্রাণ হারিয়েছেন এবং প্রায় দুই মিলিয়ন মানুষ গৃহহীন হয়েছেন। অসন্তুষ্ট সামরিক কর্মকর্তারা জঙ্গিবাদ দমনে ব্যর্থতার ক্ষোভ প্রকাশ করে এ বছর দুইবার দেশে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছেন। নিরাপত্তা বাহিনীর এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ভোরে সফি গ্রামে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এতে সেনাবাহিনীর সহকারী বাহিনী ভিডিপির আট সদস্য নিহত হয়েছেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।