Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুবিধাজনক সময়ে সিরিয়ায় স্থল অভিযান : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

 তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি ওয়াইপিজির বিরুদ্ধে বিমান হামলা সূচনামাত্র এবং সুবিধাজনক সময়ে পদাতিক অভিযান শুরু করবে তুর্কি বাহিনী। বুধবার তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। এরদোগান বলেছেন, সিরিয়া ও ইরাকের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে একটি নিরাপত্তা করিডোর গড়ে তুলতে আগের যেকোন সময়ের তুলনায় দৃঢ় প্রতিজ্ঞ। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি সশস্ত্র বাহিনী ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে তুরস্ক। আঙ্কারা ওয়াইপিজি বা পিপল’স প্রটেকশন ইউনিটকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর শাখা বলে মনে করে। পার্লামেন্টে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির রাজনীতিকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এরদোগান বলেন, আমরা বিমান হামলা চালিয়ে যাচ্ছি এবং আমাদের জন্য সুবিধাজনক সময়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অ
ভিযান শুরু করব। এরদোগান আরও বলেন, আমরা ইতোমধ্যে করিডোরের একাংশ গড়ে তুলেছি এবং তাল রিফাত, মানবিজ ও আইন আল-আরব অঞ্চলে করিডোর গড়ে তোলা শুরু করব। এসব অঞ্চলেই সমস্যা বেশি। এর আগে মঙ্গলবার এরদোগান বলেছিলেন, সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান বিমান হামলায় সীমিত থাকবে না। এর আগে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজিদের বিরুদ্ধে উত্তর সিরিয়ায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। দেশটিতে পিকেকে নিষিদ্ধ হলেও ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ওয়াইপিজির নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-তে সমর্থন করছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ