Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাণঘাতী হামের প্রাদুর্ভাবে এক মাসে ভারতে ১২ শিশুর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভারতের মুম্বাই এবং আশপাশে। গত এক মাসে ১২ শিশু মারা গেছে এই রোগে। বুধবার পর্যন্ত শহরে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৩৩ জনে। গত দুই মাসে ২০০ জন শনাক্ত হন। গত বছর এই সময়ে ৯২ জনের হাম শনাক্ত হলেও এ বছর তিনগুণ বেড়েছে। হামের সংক্রমণ শিশুদের মধ্যেই বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। সমীক্ষায় দেখা গেছে, ১৫৬ সন্দেহজনক হামের ঘটনা রিপোর্ট করা হয়। এ নিয়ে রাজ্যে হামের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩। প্রতিবেশী ভিওয়ান্ডিতে আট মাসের শিশু হামে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারীর মধ্যে হামের টিকা কার্যক্রম খুব একটা হয়নি। ধীরগতি টিকাদানের কারণে নতুন করে হাম দেখা দিচ্ছে। ২০২০ সালে ২ কোটি ৩০ লাখ শিশু হামের টিকা থেকে বঞ্চিত হয়েছে। মুম্বাই কর্তৃপক্ষের মতে, মহামারীর কারণে তাদের প্রায় ২০ হাজার শিশু সময় মতো টিকা পায়নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ