Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রিটেনের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হয়ে উঠছে ওমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

ওমানে ব্রিটিশ সেনাবাহিনীর উপস্থিতি দিনের পর দিন বেড়েই চলেছে। ফলে দেশটি ব্রিটেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠছে। দুকম বন্দরের কাছে অবস্থিত রাস মাদরাকা জয়েন্ট ট্রেনিং এরিয়া বার বার ব্যবহার করছে সেনাবাহিনী। পরবর্তীতে বছরে প্রায় ছয় সপ্তাহ থেকে আট মাসেরও বেশি সময় এটি ব্যবহার করা হবে। বুধবার আর্মি টেকনোলজির এক প্রতিবেদনে এই তথ্য জানান হয়েছে। ২০২১ সালে ব্রিটিশ সরকারের সমন্বিত পর্যালোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সামরিক মহড়া এবং প্রতিরক্ষা সম্পদ স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে ব্রিটেনের উপস্থিতি বাড়ানো। গত ১ নভেম্বর প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস নিশ্চিত করেছেন যে সাইটটি বার্ষিক দুটি আলাদা প্রশিক্ষণ ব্লকের আয়োজন করবে। প্রতিটি প্রশিক্ষণ চার মাস পর্যন্ত স্থায়ী হবে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ