Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উড়ন্ত সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে টি-টেনে জয় পেল বাংলা টাইগার্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১০:৩৪ এএম

জয় দিয়ে টি-টেন লিগ শুরু করল বাংলা টাইগার্স। নিউইয়র্ক স্ট্রাইকার্সকে তারা হারায় ১৯ রানে। বাংলা টাইগার্সের হয়ে এদিন দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব আল হাসান।

সংযুক্ত আরব আমিরাতে বুধবার (২৩ নভেম্বর) আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করে সাকিবরা। ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১২ রানে থামে স্ট্রাইকার্সের ইনিংস। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি সাকিবের দলের।

জাজাই ও জো ক্লার্কের বিদায়ের পর দলের হাল ধরেন কলিন মুনরো ও এভিন লুইস। মুনরো ৩০ রান করে বিদায় নিলেও অর্ধ-শতক তুলে নেন লুইস। ব্যাট হাতে ৬ বলে ১৪ রান করেন সাকিব।

১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কাইরন পোলার্ড। বল হাতে ২ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে এক উইকেট নেন সাকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ