Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্যানিয়েল হামের সঙ্গে ডেমি মুরের সম্পর্কচ্ছেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম



দীর্ঘদিন ব্রুস উইলিসের ঘর করে পরে অ্যাশটন কুচারের সঙ্গে বিয়ে তারপর তাকে ত্যাগ করে ড্যানিয়েল হামের সঙ্গে প্রেম করা শুরু করেন অভিনেত্রী ডেমি মুর। এদিকে মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। তার বয়স এখন ৬০। এমন এক অবস্থায় হামের সঙ্গে এক বছরেরও কম সময় প্রেম করার পর তাতেও ইতি টানলেন ‘গোস্ট’ তারকা। মনে হচ্ছে একা থাকার সুবিধা আবার ভোগ করতে চান তিনি। ডেমির ঘনিষ্ঠ এক সূত্র পিপল সাময়িকীকে বলেছে, ‘সে ভাল অবস্থায় আছে, সন্তান আর বন্ধুদের সঙ্গে তার ভাল সময় কাটছে।’ একই সংবাদ আগেই প্রকাশ করেছে ইউএস উইকলি সাময়িকী। হামের সঙ্গে অভিনেত্রীর রোমান্সের খবর প্রথম প্রকাশিত হয় ২০২২ সালের মার্চে। ইনস্টাগ্রামে জুটির বেশ কিছু যুগল ছবি প্রকাশিত হয় তখন। ছবিতে তাদের হাত ধরাধরি অবস্থায় দেখা যায়। দ্বিতীয় ছবিতে নিউ ইয়র্ক নগর ভিত্তিক এক রেস্তরাঁয় আবার দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় এসময় হাম মুরের কপালে ঠোঁট ছোঁয়ান। পিপল জানায়, গত সপ্তাহে ৬০তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান তার প্রাক্তন স্বামী ব্রুস উইলিস এবং তার স্ত্রী এমা হেমিং উইলিস। এমা তার ইনস্টা ছবি হিসেবে ২০১৯ সালে প্রকাশিত মুরের স্মৃতিকথা ‘ইনসাইড আউট’-এর কপিসহ তার ও উইলিসের সেই সময়ের স্ন্যাপশট যোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্যানিয়েল হাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ