Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুটপাট বন্ধে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার কোন বিকল্প নেই

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ৭:২৩ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দীন বলেছেন, ডলার সঙ্কট ও খাদ্য পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। এমতাবস্থায় চুরি,অপব্যবহার ও লুটপাট বন্ধ করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। এ লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকারকেও সঙ্কট সমাধানে দ্রæত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরো বলেছেন, জমিয়তের প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীকে পারস্পরিক ভালবাসা ও সম্পর্ক সমুন্নত রেখে সাংগঠনিক কাজে সক্রিয় থাকতে হবে। আজ বুধবার পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী ফোরামের সভায় সভাপতির বক্তব্যে শায়খ যিয়া উদ্দীন এ সব কথা বলেন।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,সহ-সভাপতি মাওলানা জুনায়েদআল-হাবীব,সহ-সভাপতি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া,মাওলানা তাফাজ্জল হক আজীজ,মাওলানা মোহাম্মাদুল্লাহ জামী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। সভায় আগামী ২৮ জানুয়ারী ঢাকায় কর্মী সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ